Hello,

Ask.academicschoolbd.com এ স্বাগতম

Welcome Back,

Please sign in to your account!

Forgot Password,

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

You must login to ask a question.

You must login to ask a question.

Please type your username.

Please type your E-Mail.

Type the description thoroughly and in details.

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

 
  1. মশার আচরণের কিছু মজার তথ্য হলো, অনেকেই মনে করে থাকেন মশার মূল খাবার রক্ত, আসলে বিষয়টি তা নয়। শুধুমাত্র স্ত্রী মশাই রক্ত পান করে, যখন তার পেটে ডিম আসে। রক্তে থাকা প্রোটিন তার ডিম থেকে ফুটে লার্ভা বের হতে সহায়তা করে। মশা যদি রক্ত পান না করে তাহলে তার ডিম থেকে বাচ্চা তৈরি হয় না। পুরুষ মশা রক্ত পানRead more

    মশার আচরণের কিছু মজার তথ্য হলো, অনেকেই মনে করে থাকেন মশার মূল খাবার রক্ত, আসলে বিষয়টি তা নয়। শুধুমাত্র স্ত্রী মশাই রক্ত পান করে, যখন তার পেটে ডিম আসে। রক্তে থাকা প্রোটিন তার ডিম থেকে ফুটে লার্ভা বের হতে সহায়তা করে। মশা যদি রক্ত পান না করে তাহলে তার ডিম থেকে বাচ্চা তৈরি হয় না। পুরুষ মশা রক্ত পান করে না। পুরুষ এবং স্ত্রী মশার মূল খাবার উদ্ভিদ এবং ফলের রস।

    একটি পূর্ণাঙ্গ স্ত্রী মশা পুরুষের সঙ্গে মিলিত হওয়ার এবং রক্ত খাওয়ার দুই থেকে চার দিনের মাথায় পানি এবং পানির পাত্রে ডিম পাড়ে। ডিমগুলো পানিতে পড়ার তিন থেকে চার দিনের মধ্যে ফুটে লার্ভা বের হয়। লার্ভা পানিতে ছোট্ট পোকার মতো দেখতে এবং চঞ্চলভাবে ঘুরে বেড়ায়। তাপমাত্রা ভেদে লার্ভা অবস্থায় এরা ৭-১০ দিন থাকে। লার্ভা থেকে মশাটি পিউপা’তে রূপান্তরিত হয়। পিউপা এক থেকে দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ মশাতে রূপান্তরিত হয়।

    তথ্য :

    ড. কবিরুল বাশার

    See less
  2. বিপ্লব: বিপ্লব একটি সমাজে বিদ্যমান শোষণমূলক ও বৈষম্যমূলক ব্যবস্থা উল্টে দিয়ে, সাধারণ জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে পরিচালিত হয়। এটি সাধারণত গণমানুষের দাবি ও স্বার্থের প্রতিনিধিত্ব করে এবং নতুন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো তৈরি করতে চায়। বিদ্রোহ বলতে বোঝায় — প্Read more

    বিপ্লব: বিপ্লব একটি সমাজে বিদ্যমান শোষণমূলক ও বৈষম্যমূলক ব্যবস্থা উল্টে দিয়ে, সাধারণ জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে পরিচালিত হয়।

    এটি সাধারণত গণমানুষের দাবি ও স্বার্থের প্রতিনিধিত্ব করে এবং নতুন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো তৈরি করতে চায়।

    বিদ্রোহ বলতে বোঝায়

    প্রথমত, কোনো নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট কিছু মানুষ নিজেদের স্বার্থে নির্দিষ্ট কিছু দাবি আদায় বা প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশের ঘটনা অথবা সহিংস প্রতিবাদের মাধ্যমে দাবি আদায়ের চেষ্টাই হল বিদ্রোহ ।

    দ্বিতীয়ত, বিদ্রোহের উদ্দেশ্য সীমিত থাকার কারণে তা ক্ষণস্থায়ী এবং আমূল পরিবর্তন আনতে ব্যর্থ হয় ।

    তৃতীয়ত, ইংরেজ শাসন – শোষণ ও অত্যাচারই ছিল ভারতে সংঘটিত আদিবাসী বিদ্রোহ, কৃষক বিদ্রোহ ও সিপাহি বিদ্রোহের সাধারণ কারণ ।

    See less
  3. অনেকেই উত্তর দিয়েছিলেন। আমিও আমার মতো করে যতটা সংক্ষেপে সম্ভব (যাদের সময় কম তাঁরা কেবল ৩ নম্বর পয়েন্টটি পড়তে পারেন) একটা উত্তর দেওয়ার চেষ্টা করছি- (১) এর উত্তর পেতে প্রথমে আমাদের প্রায় ১৯০০ বছর আগে যেতে হবে। তখন তুর্কির পারগামম শহরের মন্দিরে আরোগ্যের দেবতার কাছে বহু রোগীর সমাগম হতো। পারগমমেরই সন্তানRead more

    অনেকেই উত্তর দিয়েছিলেন। আমিও আমার মতো করে যতটা সংক্ষেপে সম্ভব (যাদের সময় কম তাঁরা কেবল ৩ নম্বর পয়েন্টটি পড়তে পারেন) একটা উত্তর দেওয়ার চেষ্টা করছি-

    (১) এর উত্তর পেতে প্রথমে আমাদের প্রায় ১৯০০ বছর আগে যেতে হবে। তখন তুর্কির পারগামম শহরের মন্দিরে আরোগ্যের দেবতার কাছে বহু রোগীর সমাগম হতো। পারগমমেরই সন্তান গ্রিক ও রোমান বিজ্ঞানী গ্যালেন (ক্লডিয়াস গ্যালানুস, ১২৯-১৯৯ খ্রি.) তাদের সহযোগিতা করার জন্য চিকিৎসাবিদ্যা শিখতে চেষ্টা করলেন। মন্দিরে পুরোহিতগণ একদল গ্ল্যাডিয়েটর পুষতেন। মরণপণ খেলায় জখম গ্ল্যাডিয়েটরের জখমি অংশগুলোর পর্যবেক্ষণ ও চিকিৎসার মাধ্যমেই গ্যালেন ধীরে ধীরে চিকিৎসাবিদ্যায় দক্ষ হয়ে ওঠেন। পরে পশুদেহ ব্যবচ্ছেদ শিখলেন (শবব্যবচ্ছেদ নিষিদ্ধ ছিল)। এরপর গ্যালেনের চিকিৎসার খ্যাতি ছড়িয়ে পড়ল। সেসময় তিনি যা লিখেছিলেন তা আরবি চিকিৎসকরা অনুবাদ ও সংরক্ষণ করে রাখতেন।

    (২) ইউরোপীয় রেনেসাঁসের সময় আরবি থেকে ফিরতি অনুবাদের সূত্রে গ্যালেনের বেশ কিছু আদি লেখা যা হারিয়ে গিয়েছিল তা আবার ইউরোপে ফিরে আসে। তখন ১৪০০ বছরের পুরোনো গ্যালেনের পদ্ধতিতে তাঁরা পরীক্ষা করতে শুরু করেন। পরবর্তিতে হল্যান্ডের এক ডাক্তার পরিবারে জন্ম নেওয়া আন্দ্রিয়াস ভেসালিয়াস, যাকে শল্যচিকিৎসার জনক বলা হয় এবং গ্যালেনের পর যিনি এ বিষয়ে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ব্যক্তি, তিনি সাহস করে ১৫৪৩ সালে সর্বসমক্ষে শবব্যবচ্ছেদ করে শরীরস্থান বিষয়ে গ্যালেনের অনেক সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন। ভেসালিয়াস এরপর ভেনিসের চিত্রশিল্পী টিশিয়ানের স্টুডিয়ো থেকে উডকাট তৈরি করে তাঁর বিখ্যাত সাত খণ্ডের বইটি (On the Fabrics of Human Body) প্রকাশ করেন যা শারীরবৃত্তীয় বিষয়কে জনপ্রিয় করে তোলে।

    (৩) গ্যালেন আর ভিসালিয়াসের ধারাবাহিকতায় এবারে আমরা মূল প্রশ্নের উত্তরে আসি। ভিসালিয়াসের জন্মভূমি হল্যান্ড এবং তাঁর প্রভাবেই শত বছর পর আমস্টারডামে বার্ষিক শল্যচিকিৎসার ও এসবের উপর ছবি আঁকার আয়েজন হতো। আমস্টারডাম তখন শিল্পগোষ্ঠীদের পরিচালনায় এক স্বাধীন রাষ্ট্রবিশেষ। তাঁরা বিভিন্ন সমিতির মাধ্যমে বড় সব আয়োজন করতেন। শল্যচিকিৎসক ডাক্তারদের এক সমিতি ছিল- Amsterdam Guild of Surgeons। এই গিল্ডের বাৎসরিক সভা জৌলসপূর্ণ মেলার চেহারা নিয়েছিল। কারণ শল্যবিদেরা তাঁদের পেশাকে জনসাধারণের মধ্যে প্রচারের জন্য, খোলা রঙ্গমঞ্চে শবব্যবচ্ছেদ করে মানুষের গঠন ও স্থাপনা দেখাতেন। জানা যায় এ প্রদর্শনীগুলোতে বছরে একবার কোনো কুখ্যাত অপরাধীর শব জনসমক্ষে ব্যবচ্ছেদ করা হতো এবং মরদেহটির মৃত্যুদণ্ড কার্যকরের ১ ঘণ্টার মধ্যেই করা হতো। তাই সাধারণ মানুষের মধ্যে এর উন্মাদনা ছিল অনেক। স্বভাবতই শিল্পপতিরা টিকিটের বিনিময়ে প্রদর্শনীর ব্যবস্থা করতেন। এবারে আসল কথাটা বলি, এ অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছিল ‘Public Anatomy Theatre’। অর্থাৎ সেই সময়ই শল্যচিকিৎসার সাথে ‘থিয়েটার’ শব্দটি যুক্ত হয়ে গেল। এর ধারাবাহিকতায়ই আজকালকার হাসপাতালে অপারেশন থিয়েটার, সংক্ষেপে O.T. শব্দটির উৎপত্তি হয়েছিল।

    ★১৬৩২-এর ৩১শে জানুয়ারি এরকম একটি আয়োজনে শল্যচিকিৎসক সমাজ তখনকার জনপ্রিয় ডাচশিল্পী রেমব্রান্টকে জনতার রঙ্গমঞ্চে শবব্যবচ্ছেদের প্রতিকৃতি আঁকার আমন্ত্রণ জানান। নিচে সেই বিখ্যাত চিত্র ‘The Anatomy Lesson of Dr. Nicolaes Tulp’ যুক্ত করা হলো। জানা যায় এ প্রদর্শনীতে এত দর্শক হয়েছিল যে অনেকে এর টিকিট না পেয়ে ফিরে গিয়েছিলেন। চিত্রটির দুটি চরিত্রের সাথে আপনাদের পরিচয় না করালেই নয়। Tulp ছিলেন ১৭ শতকের বিখ্যাত শল্যচিকিৎসক এবং Amsterdam-এর মেয়র। আর চিত্রের শবদহটি কুখ্যাত ডাকাত, ফাঁসির দণ্ডপ্রাপ্ত Aris Kindt-এর।

    লিখা : মিথুন মোস্তফা

    See less